বাংলাদেশ   শনিবার ১০ জানুয়ারি ২০২৬, শনিবার ২৬ পৌষ ১৪৩২

বিয়ে করলেন পার্থ শেখ

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ AM

১৩
বিয়ে করলেন পার্থ শেখ

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন নির্মাতা-অভিনেতা পার্থ শেখ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তার স্ত্রীর নাম সামিহা রহমান। তিনি শোবিজ অঙ্গনের কেউ নন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা।

জানা যায়, গতকাল ঢাকার নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ফেসবুকে পার্থ-সামিহা নানা সময়ে একসঙ্গে তোলা ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ।

পার্থ শেখের বিয়েতে শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। বেশ কিছু বিয়ের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাবা সারিকা। প্রকাশিত সেসব ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিয়ে মোবারক’ নির্মাতা রাফাত মজুমদার লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক’। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্থর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন পার্থ। তবে মডেলিং ও অভিনয় দিয়ে গত দুই বছরে অধিক পরিচিতি পেয়েছেন পার্থ। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

 

পার্থ অভিনেতা চলচিত্র নির্মাতা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!