বাংলাদেশ   শনিবার ১০ জানুয়ারি ২০২৬, শনিবার ২৬ পৌষ ১৪৩২

ভোট গণনা প্রথমে ম্যানুয়ালি, পরে মেশিনে

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ PM

ভোট গণনা প্রথমে ম্যানুয়ালি, পরে মেশিনে

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল কারণ দেখিয়ে আড়াই ঘণ্টা স্থগিত রাখার পর আবার শুরু হতে যাচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী, ভোট গণনা প্রথমে ম্যানুয়ালি হাতে করা হবে, পরে মেশিনের মাধ্যমে গণনা করা হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ভোট গণনা স্থগিতের পর বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস ও এজিএস প্রার্থী, নির্বাচন কমিশন এবং শিক্ষক সমিতির নেতাদের সমন্বয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান নির্বাচন কমিশনার কানিজ ফাতিমা কাকলী।

তিনি বলেন, প্রথমে কোনো একটি কেন্দ্রের ৩০০টি ব্যালট ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর দুটি মেশিনের মাধ্যমে সেই ব্যালটগুলো গণনা করা হবে। যে মেশিনের ফলাফল ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে মিলবে, সেই মেশিনে পর্যায়ক্রমে ভোট গণনা করা হবে।

এর আগে বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষ হলেও ৩৯ কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আসে বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করলে দুই মেশিনে আলাদা আলাদা ফলাফল দেখায়। গত তিন ঘণ্টায়ও এর সমাধান করা সম্ভব হয়নি। শেষে ভোট গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে মক ভোটের আয়োজন করা হয়। মক ভোট শেষে মেশিনে ভোট গণনার পক্ষে সব প্রার্থী লিখিত মতামত দেন। সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস খাদিজাতুল কোবরা ও এজিএস আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্তে স্বাক্ষর করেন।

এমএল/এসএসএইচ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!