ছবি: সংগৃহীত
ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।
আজ শুক্রবার রাতে (০৯ জানুয়ারি) তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান রাত সোয়া ১০টার দিকে দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে জেলার নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকাপ আটক করে ওই সড়কের টহলে থাকা নবীনগর থানার এসআই আহসান জাহিদ ও কনস্টেবল আবু কাউছার। কিন্তু মোটা অংকের ঘুষ গ্রহণের মাধ্যমে গাঁজার ওই বিশাল চালান ওই দুই পুলিশ আটক করেও ছেড়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়।
পরে জানাজানির পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জেলার পুলিশ সুপার আবদুর রউফের নজরে এলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এসপি স্যারের নির্দেশে ঘটনার তদন্ত করে আমরা এর প্রাথমিক সত্যতা পাই। পরে আজ (শুক্রবার) এ নিয়ে রিপোর্ট জমা দেই। এরপরই অভিযুক্ত দুই পুলিশকে রাতেই সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত এস আই জাহিদ আহসানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সারাদেশ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!